অবসর জনিত ভার্চুয়াল বিদায় অনুষ্ঠান
প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা ফেসবুক গ্রুপ ও পেজের আয়োজনে প্রাথমিক শিক্ষার দুই জন কর্মকর্তাকে ভার্চুয়াল বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩/৩/২০২২ তারিখ সন্ধ্যা ৭টার সময়ে জুমে শুরু হয় বিদায় অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা হলেন জনাব মাহবুব এলাহী উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগ, খুলনা এবং জনাব মোঃ আনোয়ার হোসেন উপপরিচালক প্রশিক্ষণ বিভাগ ডিপিই। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলার ফাউন্ডার এডমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর জনাব মোঃ মোফাজ্জল হোসেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলার ফাউন্ডার এডমিন উপজেলা শিক্ষা অফিসার শ্রীপুর, গাজীপুর জনাব নূর মোহাম্মদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদিয়ার রহমান পরিচালক আইএমডি(যুগ্ম সচিব) ডিপিই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহেল আহমেদ অতিরিক্ত মহাপরিচালক,অতিরিক্ত সচিব ডিপিই। অনুষ্ঠানে ৮ বিভাগ থেকে শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন জনাব রওশন শরিফ তানি সহকারী শিক্ষক, কাপ্তাই, রাঙ্গামাটি ও জনাব সাইদুর রহমান টুটুল সহকারী শিক্ষক, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। চমৎকার আয়োজনে সবাই গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিশেষ করে জনাব মাহবুব এলাহী স্যার প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে মতামত প্রদান করেন।