আনন্দে গণিত শিখি
আনন্দে গণিত শিখি। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উদ্যোগে আয়োজিত আলোচনায় প্রাথমিক শিক্ষকদের স্বাগত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি৪)-এর আওতায় গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট গ্রহণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের আনন্দে গণিত শিখন, যৌক্তিক চিন্তার মাধ্যমে সমস্যা সামাধান করা, গণিত বিষয়ের শিখন যোগ্যতা অর্জন ও প্রয়োগ দক্ষতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে সাব-কম্পোনেন্টের আওতায় প্রশিক্ষিত ৪ হাজার মাস্টার ট্রেইনার কর্তৃক সারাদেশের প্রায় ১,৩২,০০০ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষিত হবেন যাঁরা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে সাব-কম্পোনেন্টের লক্ষ্য পুরণে ভূমিকা রাখবেন।
সাব-কম্পোনেন্টের ক্ষুদ্র প্রয়াস ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক আনন্দে গণিত শিখি অনলাইন কোর্সটি। সাব-কম্পোনেন্টের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন কোর্সটি সফলভাবে সম্পন্নকারী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সাব-কম্পোনেন্টের আওতাধীন যে কোন সরাসরি প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।-মুক্তপাঠ