আমি নারী সব পারি

শাহানাজ আক্তার

সহকারি শিক্ষক গোলাছড়ি সপ্রাবি,মগবান,রাঙ্গামাটি সদর HSC ও বিবিএস চলমান রিজার্ভ বাজার,গীতাশ্রম কলোনি,রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

আমার লিখা কবিতাঃ

আমি না-রী শাহানাজ আক্তার
আমি নারী আমি সব পারি আমি খর্গ হাতে নাচতে পারি
আমি বেহালায় সুর তুলে গাইতে পারি।
আমি নারী আমি সব পারি
আমি দুহাতে চুরি পড়ে ঝুনঝুনিয়ে শব্দের নাচন তুলি,
আমি যে হাতে রাঁধি সে হাতে সংসারের কঠিন হাল ধরি।
আমি নারী আমি সব পারি
আমি সারা জীবন নিজেকে উৎসর্গ করি
পরের তরে কখনো নিজের তরে কিছু রাখিনি
রেখেছি শুধু আর্ত্বত্যাগ আর অফুরন্ত তপস্যা।
আমি নারী আমি সব পারি
আমি না শুধু নারী
আমি মা,বোন আর অর্ধাঙ্গিনী
আমি সব কাজে পারদর্শী সুঁই-সুতাই ও বিলি কাটি।
আমি নারী আমি সব পারি
আমি দুহাতে ধানের গোলায় ফসল ভরি আমি দুহাতে গোয়ালায় গো পুষি
আমি নারী আমি সব পারি
আমি জীবিকার তরে কর্মজীবী পুরুষসিংহের চেয়েও দ্রুতগামী আঁচলে চাঁবি আর কর্ম নিয়ে সব আমি পারি।
আমি নারী আমি সব পারি
আমি নই দূর্লব নই আমি ভীরু আমি নারী তাই আমি কোমল,মমতাময়ী আর ছায়াময় তরু।
আমি উজাড় করেছি স্বার্থ শুধু দিয়ে গিয়েছি সব কিছু, আমি বিনিময় চাই না চাই শুধু ভালোবাসা আর একমুঠো মর্যাদা।
তাই চিৎকার করে বার বার বলি আমি না-রী আমি সব পারি।।

আমার সখঃবাগান করা,গান শোনা,ভ্রমণ,রান্না করা। প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য আমি মনে করি পেশাগত দক্ষতাকে নিবেদিত ভাবে কাজে লাগাতে চাই।যা আমার প্রাণে শিক্ষার্থীদের শিক্ষায় উন্নয়ন হয়। রক্তের গ্রুপ-B+ শিক্ষক বাতায়ন লিংক-about:blank#blocked ফেজবুক লিংক-https://www.facebook.com/shahanaj.akter.1840070 ইউটিউব লিংক-https://www.youtube.com/channel/UCE9VoLEfXuJskT_WBUzCPmA আমার একটা ইডুকেশন পেইজ আছে তার লিংক-https://www.facebook.com/education1to5/ আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ভিডিও https://youtu.be/a6Bvenjt12c তাছাড়া আমি অনলাইনে করোনাকালিন অনেক পেইজের সাথে যুক্ত হয়ে পাঠদান করেছি।বর্তমানে আমি ২৩ টা পেইজের সাথে কাজ করছি।বাংলাদেশ আনলাইন পেইজে প্রাক-প্রাথমিক ও তৃতীয় শ্রেণির পাঠ নিয়মিত দিয়েছি। BOPS পেইজে আমি অনেক সম্মান পেয়েছি।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button