খুলনা বিভাগীয় উপপরিচালক মহোদয়ের নির্দেশনা

 

বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগ, খুলনা মহোদয় জুম মিটিং নির্দেশনা  তারিখ  ২৬/০৪/২০২১

১। আগামী ২/৫/২০২১ তারিখ হতে নেপ কর্র্তক প্রদত্ত পাঠ পরিকল্পনা, রুটিন এবং work sheet অনুযায়ী সারাদেশে একযোগে এবং একই সময়ে পাঠদান করতে হবে । work sheet হচ্ছে শিক্ষার্থর বাড়ীর কাজ যেটা সমাধান করে আবার স্কুলে জমা দিতে হবে।

২। Google meet (zoom মিটিং এর মত আরেকটি মাধ্যমে) এর মাধ্যমে পাঠদান চলবে। পাশাপাশি করোনাকালীন পাঠদান কর্মসূচী চলবে।

৩। উপজেলা/ক্লাস্টার/সাব-ক্লাস্টার ওয়ারি বিষযভিত্তিক ICT শিক্ষক পুল গঠন করা হবে এবং এরা Google meet এবং এখানে পাঠদান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবে ২/০৫/২০২১ তারিখ হতে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button