তুমিও বদলে গেছো

কামরুল ইসলাম শিমুল

তুমিও বদলে গেছো ✍️
কামরুল ইসলাম শিমুল

তুমি বদলে গেছো, আমিও জানি।
আগের সেই ঝড়ো কথারা এখন আর নেই,
আলাপের মধ্যে আর কোনো ঝাঁজ নেই,
শান্ত নদীর মতো বয়ে চলা সময়ের ঢেউ—
তোমার মুখের রেখায় এখন শুধুই নীরবতা।
একটা সময় ছিল, যখন তোমার হাসির ঝিলিক ছুঁয়ে যেত আমায়।
এখন সেই হাসি শুধু এক স্মৃতির ঢেউ,
যা পাথরের মতো জমে গেছে হৃদয়ের কোণে।
তুমি বলছো, “বদলে গেছি আমি,” হয়তো সত্যিই তাই।
শহরের গলি বদলে গেছে, রাস্তাগুলো নতুন ধুলোর আস্তরণ পেয়েছে,
তুমি হাঁটো এখন সেসব পথে,
কিন্তু আর ফিরে তাকাও না পুরনো দিনগুলোর দিকে।
তোমার চোখে স্বপ্নের রঙ অন্যরকম,
আর আমি শুধু দেখি ফেলে আসা কালের ছায়া।
তুমি বদলে গেছো, তবে আমি কি সত্যিই একই আছি?
নাকি আমিও হারিয়ে গেছি সেই পুরনো তোমার সঙ্গে?
সময় বদলায়, মানুষও বদলায়। তুমি বদলে গেছো,আমি হয়তো
সেই বদলে যাওয়া সময়ের সাক্ষী।

কামরুল ইসলাম শিমুল
সহকারী শিক্ষক কাফিলা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ, বরিশাল।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (তৃতীয়) ২০২২ 👉জেলা পর্যায়ে গুণী শিক্ষক ২০২৪ 👉সেরা উদ্ভাবক ও আইসিটি অ্যাম্বাসেডর, শিক্ষক বাতয়ন। 👉অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button