নারীর সৌন্দর্য

নারীর সৌন্দর্যঃ
রুমানা আফরোজ
নারীর রুপ আর সৌন্দর্যের বহিঃপ্রকাশ সবসময়ই আমার কাছে সাংঘর্ষিক। সুন্দরী বলতে আমি মেয়েদের গায়ের ধবধবে সাদা রং, টানা টানা চোখ, জোড়া ভ্রু আর খাড়া নাক বুঝিনা। আমার কাছে সুন্দরী সেই যার দিকে তাকালে গায়ের রং বা শারীরিক বৈশিষ্ঠ্যের বিপরীতে আরো অনেক কিছু চোখে পড়ে।
they are not treat for eyes, also treat for brain.
সুন্দরী বা আকর্ষণীয় মেয়ে বলতে আমি এটা বুঝি, যে নিজেকে ভালোবাসতে জানে,নিজের প্রতি যত্নশীল এবং নিজের চেহারা বা সৌন্দর্য নিয়ে কখনোই confused নয়। যার মধ্যে কেতাবী শিক্ষা ছাড়া ও পারিবারিক ও পারিপার্শ্বিক শিক্ষা আছে। অন্যদের বলা না বলায় যার কিছু যায় আসেনা।আমার কাছে সেই সুন্দরী যে কিনা একটা স্মার্টফোন হাতে নিয়ে সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক ভিডিও এবং ছবি আপলোড নিয়ে ব্যস্ত নয়।
যে রবীন্দ্র, নজরুল, ক্ল্যাসিকাল রোমান্টিক গান, পুরানো দিনের গান, কবিতা শুনতে ভালোবাসে। সবসময় বই, ম্যাগাজিন না পড়লে ও শিল্প, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি আর নিত্যনতুন বিষয়ে জানা বা শেখার আগ্রহ রাখে।
সুন্দরী বলতে আমি তাকেই বুঝি যে কিনা মার্জিত আর রুচিশীল পোশাক খুব আত্মবিশ্বাসের সাথে carry করতে পারে।
যে কিনা খুব হালকা সাজে ও নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। জিম বা ব্যায়াম ছাড়া ও যে স্বাস্থ্য সচেতন।
এটা খাইনা,ওটা পছন্দ করিনা এই খুঁত খুঁত স্বভাব যার মধ্যে নাই। যাদের অতি ন্যাকামো দেখলেই রাগ ওঠে।স্বাস্হ্যের দোহাই দিয়ে চা/কফি কিছুই খাইনা যারা বলে তাদের সত্যি বোরিং লাগে।
সুন্দরী তাঁরাই, যারা স্বশিক্ষিত, আত্মনির্ভরশীল, চিন্তা, চেতনায় মুক্ত চিত্ত, কিন্তু উশৃংখল নয়।
এরা স্পষ্টভাষী,আত্মবিশ্বাসী, সৎসাহসী, সোজা কথার সোজা উত্তর দিতে অভ্যস্ত। পুতুপুতু টাইপ নয়। অবশ্যই বিনয়ী, ভদ্র এবং মার্জিত। যাদের sense of humor আছে। যারা At least রসিকতাটা বোঝে। Intelligent & straight forward.
যারা নারীবাদ/ পুরুষবাদ নিয়ে বেশি মাথা ঘামায়না।তবে নারীর অধিকার, চাওয়াকে সম্মান করতে জানে এবং সবাইকে মানুষ বলে মনে করে।
রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভার, গৃহকর্মী, ভিক্ষুককে যারা সম্মান দিয়ে কথা বলে, মানবিক আচরণ করে সত্যিকার অর্থে তারাই প্রকৃত সুন্দরী।
এতোসব কিছুর সাথে যদি সে নিজ ধর্মের প্রতি অনুগত হয় এর থেকে sexiest আর কিছু হতে পারেনা।
এতকথার অবতারণা, এগুলো নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। অনেকেরই ভিন্নমত থাকতেই পারে, তাতে আমার কিছু যায় আসেনা। They all can ignore me. গায়ের রং সাদা/ কালো তৈরিতে আমার নিজের কোনো ভূৃমিকা যেহেতু নেই তাই এটা নিয়ে কোনো আক্ষেপ থাকাই উচিত নয়।
তবে একথা সত্যি যে, বিশ্বব্যাপী সৌন্দর্যের ধারণা বা বহিঃপ্রকাশে আমূল পরিবর্তন এসেছে। এমনকি বর্তমানে Beauty present এ ও শুধু perfect body & look দিয়ে কাজ করা হয়না সেখানে ও inner beauty এবং talent কে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
ছেলেবেলা থেকেই আমি আমেরিকান কৃষ্ণাঙ্গ মডেল নাওমী ক্যাম্পবেল এর সৌন্দর্যে বা দেহবল্লরীতে যতোটা না মুগ্ধ হতাম তারচেয়ে বেশি ছিলাম তার যোগ্যতা, চাহিদা এবং খ্যাতির।
Miss world & Miss Universe প্রতিযোগিতায় এখন দৈহিক বৈশিষ্ট্যকে পেছনে ফেলে নারীর জ্ঞান ও বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেয়া হয়।
এভাবে হয়তো একদিন আমাদের সমাজে ও সৌন্দর্যের সংজ্ঞা বদলাবে। কোনো মেয়েকে শুধু বাহ্যিক সৌন্দর্য বা গায়ের রং দিয়ে বিচার করা হবে না। তার মানবিক মূল্যবোধটা সবার আগে নজরে পড়বে।
পটল চেরা চোখ, দীঘল কালো চুল কখনোই সৌন্দর্যের মাপকাঠি হবেনা, কিন্তু নারীর সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করবে হয়তো।
একদিন আমি ও আমার ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ের দুধে আলতা গায়ের রং না দেখে, দেখবো মেয়ের education, intelligence, self confidence এবং sense of humor.
# রুমানা আফরোজ সহকারী শিক্ষক খুলনা সদর, খুলনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button