প্রাথমিকে শিক্ষক বদলি শুরু ১৫ সেপ্টেম্বর

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরু হচ্ছে। সম্প্রতি পাইলটিং কার্যক্রম সফল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে শুধুমাত্র আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে শিক্ষকরা বদলি হতে পারবেন। মহানগর পর্যায়ে এ বদলি কার্যক্রম বন্ধ থাকবে। অনলাইন মাধ্যমে এ কার্যক্রম চলবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২২ আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

One Comment

  1. আলহামদুলিল্লাহ। আমার দিকে আল্লাহ মুখ তুলে চেয়েছে। আমার জন্য এই বদলী খুব প্রয়োজন।আমি আইসিটি বান্ধব কোনো কিছু এই বিদ্যালয়ে করতে পারছিনা। আমি একটি বড় এবং ভালো বিদ্যালয়ে বদলী হতে চাই। আমি একজন অ্যাম্বাসেডর শিক্ষক। তাই আমি আইসিটি বান্ধব সমস্ত কার্যক্রম পরিচালনা করে ক্লাস উপহার দিতে চাই যেখানে আমি শিক্ষার্থী বেশি পাবো এবং আইসিটি পরিচালনা করে ক্লাস নেওয়ার সুযোগ পাবো।দ্রুত চালু হলে আমার জন্য ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button