”প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক,শিক্ষক সংস্করণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ”
বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উদ্যোগে জুমের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
”প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক,শিক্ষক সংস্করণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হতে যাচ্ছে যা শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি প্রশিক্ষণ আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই । উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তথ্যজ্ঞ ব্যক্তি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ বাবুল আকতার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সাবেক সংযুক্ত কর্মকর্তা এনসিটিবি, মাগুরা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মো. মোসলেম উদ্দিন বিভাগীয় উপপরিচালক সিলেট, বিশেষ অথিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মো. কামরুজ্জামান কামাল সুপারিনটেনডেন্ট পিটিআই ঢাকা, জনাব নুর মোহাম্মদ উপজেলা শিক্ষা অফিসার ত্রিশাল, ময়মনসিংহ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মুহাঃ সায়েদুল হক ইন্সট্রাক্টর, ইউআরসি, য়শেঅর সদর,যশোর, জনাব মো. আতাউল গনী উসমানী সহকারী উপজেলা শিক্ষা অফিসার সদর, নিলফামারী, জনাব মো. নাসিম রানা বড়াইগ্রাম, নাটর, জনাব মো. আলী হাসান সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্রীপুর,মাগুরা, জনাব মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক সমসেরনগর সপ্রাবি, কোমলগঞ্জ, মৌলভীবাজার, জনাব জান্নাতুল ফেরদৌস সহকারী শিক্ষক জয়পুরহাট। কারিগরি সহযোগীতা করবেন জনাব মোহাম্মদ জাকির হোসাইন, কিশোরগঞ্জ,ও মাহমুদুল হাসান (মাহমুদ নাইস) গাজীপুর, অনুষ্টান সঞ্চালনায় থাকবেন জনাব মো. সাইদুর রহমান টুটুল, ঝিনাইদহ ও জনাব রোকসানা ইয়াসমিন সুনামগঞ্জ ।
তারিখ: ২২.০৪.২০২১ খ্রি.
সময় : সকাল ১০.৩০ ঘটিকা
জুম আইডি: 364 345 2722
পাসকোড: 2021