শিক্ষার্থীদের মানসিক বিকাশে গানে কবিতা ছন্দে
বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের বিশেষ অনুষ্ঠান আয়োজন।
শ্রেণি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশও অত্যন্ত প্রয়োজন। কোভিড-১৯ এর প্রভাবে শিশুরা অনেকটা ঘরবন্দীই বলা যায়। বিদ্যালয়ের কোলাহল, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তাদের মাঝে নেই বললেই চলে। অনলাইন একমাত্র মাধ্যম।এখন গুগল মিটে কিছু হৈ হুল্লোড় দেখা ও শুনা যাচ্ছে। শিক্ষকরা ও শিক্ষার্থীদের অনলাইন মিলনমেলা বেশ উপভোগ করছেন! ব্যানারে দেখা যায়, অনেক শিক্ষার্থীদের সমন্বয়ে গান, কবিতার আয়োজন করা হয়েছে। গুগল মিটে পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা নিশ্চয় এ আনন্দও অনলাইনে উপভোগ করবে!! বিভিন্ন গ্রুপ ও পেজে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রতি সপ্তাহেই এ ধরণের আয়োজন করা হলে শিশুদের মধ্যে ‘গুগল মিট’ ক্লাসে অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে আমাদের বিশ্বাস।
২৯ জুন ২০২১ তারিখ সন্ধ্যায় সকলেই শিক্ষার্থীদের পারফরমেন্স দেখার চেষ্টা করুন। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
পেজ লিংক: https://www.facebook.com/BPTict2020