স্কাউটসদের আত্নশুদ্ধি মূলক অনুষ্ঠান স্কাউটস ওন

বাংলাদেশ অনলাইন প্রাইমারী স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় ও বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিরা মডেল সপ্রাবি এর কাব বালক বালিকাদের অংশগ্রহণে স্কাউটসদের আত্নশুদ্ধি মূলক অনুষ্ঠান স্কাউটস ওন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট ২০২১ খ্রিঃ রোজ শুক্রবার সন্ধা ৭.৩০ ঘাটিকায়।
উক্ত অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন
জাতীয় উপ-কমিশনার(প্রশিক্ষণ),বাংলাদেশ স্কাউটস জনাব মোঃআরিফুজ্জামান ,এল,টি,পিএস,পিআরএস।
আরও উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন
জনাব সুফিয়া নাজিম, পরিচালক ( উপ-সচিব), পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগ এবং কমিশনার, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা,
জনাব তাহমিনা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহসভাপতি, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা,
জনাব মোঃ সোহরাব হোসেন ছান্নু,চেয়ারম্যান,উপজেলা পরিষদ এবং উপদেষ্টা বাংলাদেশ স্কাউটস, শাজাহানপুর,বগুড়া,
জনাব আসিফ আহমেদ ,উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতি ,বাংলাদেশ স্কাউট,শাজাহানপুর উপজেলা,
জনাব মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার এবং সহসভাপতি বাংলাদেশ স্কাউটস শাজাহানপুর উপজেলা,
জনাব অধ্যাপক তৌফিক আলী,এলটি,পিআরএস,বাংলাদেশ স্কাউটস,
জনাব মোঃ রায়হানুল আলম,ডিআরসি(ট্রেনিং),বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চল,
জনাব মোঃ জাফর ইকবাল,ডিআরসি(আইসিটি),বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চল,
জনাব অলোক চক্রবর্তী,ডি,ডি,বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চল,
জনাব মোছাঃ আঞ্জুমান আরা বেগম, সাবেক উপ-কমিশনার ( প্রশিক্ষণ), রাজশাহী অঞ্চল এবং এলটি, বাংলাদেশ স্কাউটস,
জনাব আনোয়ার হোসেন,এ,ডি,বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চল সহ বাংলাদেশ অনলাইন প্রাইমারী স্কুলের ফাউন্ডার অ্যাডমিন,অ্যাডমিন,সকল কোঅর্ডিনেটর সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জনাব মোঃ আব্দুল গনি মন্ডল,এএলটি,বাংলাদেশ স্কাউটস ও জনাব মোছাঃ হোসনে আরা, সিএএলটি,বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ অনলাইন প্রাইমারী স্কুলের পেইজে লাইভ সম্প্রচার হবে । সকলকে সংযুক্ত থাকবার জন্য বিনীত অনুরোধ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button