স্ক্র্যাচ প্রোগ্রামিং ওরিয়েন্টেশন
সম্মানিত শিক্ষক মহোদয়, ২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বিজ্ঞান বইয়ে সংযুক্ত করা হয়েছে স্ক্র্যাচ প্রোগ্রামিং।তার ধারাবাহিকতায় বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের আয়োজনে শুরু হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং ওরিয়েন্টেশন।
উক্ত আয়োজনে সহায়ক হিসেবে উপস্থতি থাকবেন জনাব মোঃ ইসমাইল প্রধান শিক্ষক, ICT4E জেলা অ্যাম্বাসেডর, নাঙ্গলকোট, কুমিল্লা। উপস্থাপনায় জনাব ফৌজিয়া ইসলাম সহকারী শিক্ষক, নাঙ্গলকোট, কুমিল্লা।
## প্রসঙ্গ – কথা ##
মানুষের জীবনযাত্রাকে সহজ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে । সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জনগণের জীবনমান উন্নয়নে সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে । একটি দেশকে উন্নত , প্রযুক্তিনির্ভর সমাজ ও উৎপাদন ব্যবস্থা , জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জনগোষ্ঠী । এই জন্য প্রাথমিক স্তর থেকেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান , তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর যোগ্যতাসমূহ অর্জন করানোর যথাযথ সুযোগ – সুবিধা ও পরিবেশ গড়ে তোলা প্রয়োজন । শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তন , নির্দেশনা অনুসরণ , বিকল্প চিন্তন , সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধান সংক্রান্ত দক্ষতা অর্জনের জন্য কোডিং এর ধারণা দেয়া প্রয়োজন । কোডিং / কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা লাভ করে এই শিক্ষার্থীরাই পরবর্তীকালে দেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে বড় বড় সমস্যা সমাধান এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে । জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বিষয়টি বিবেচনায় রেখে প্রাথমিক স্তরের শিক্ষাক্রমে বয়স উপযোগী সহজ , আনন্দদায়ক , ভিজুয়াল ব্লক – কোডভিত্তিক কম্পিউটার কোডিং / প্রোগ্রামিং অন্তর্ভুক্ত করতে যাচ্ছে । শিক্ষার্থীরা এই কোডিং সংশ্লিষ্ট পাঠ কম্পিউটার ছাড়াও ট্যাব ও স্মার্টফোন ব্যবহার করে শিখতে পারবে । প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কোডিং / প্রোগ্রামিং এর গুরুত্ব উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ২০১৭ সালে মিনিস্টেরিয়াল কনফারেন্স এ প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে কোডিং / প্রোগ্রামিং অন্তর্ভুক্তকরণের প্রস্তাব রেখেছিলেন । তাঁর প্রস্তাবনা বাস্তবায়ন করতে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ শিক্ষাবর্ষে তৃতীয় , চতুর্থ ও পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অধ্যায়ের বর্ধিত অংশ ( ডিউ – পার্ট ) হিসেবে কোডিং বিষয়ক পাঠ যুক্ত করতে যাচ্ছে । এই ডিউ – পার্ট প্রণয়নে তথ্য ও যোগাযোগ বিভাগ এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স , সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ মহোদয়গণের নেতৃত্বে গঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সদস্য প্রফেসর ড . এ কে এম রিয়াজুল হাসান –এর নেতৃত্বে গঠিত টেকনিক্যাল কমিটিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন । কোডিং / প্রোগ্রামিং এর মতো একটি কঠিন বিষয়কে সহজবোধ্যভাবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপযোগী করে উপস্থাপন করা স্বভাবতই কষ্টসাধ্য । এরূপ কাজের সাথে সম্পৃক্ত লেখক প্যানেল , ইলাস্ট্রেটরবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । সবশেষে , যেসব কোমলমতি শিক্ষার্থীদের জন্য ডিউ – পার্ট রচিত হয়েছে , তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বয়স উপযোগী যোগ্যতাসমূহ অর্জন করতে পারবে বলে আশা করছি ।
প্রফেসর মো : ফরহাদুল ইসলাম চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড , বাংলাদেশ।
সংগ্রহ: প্রাথমিক বিজ্ঞান
৫ম শ্রেণি
আমাদের জীবনে তথ্য।