
সরকারি কর্মচারী হাসপাতাল স্বাস্থ্য কার্ড পাওয়ার নিয়ম ও ঠিকানা
হাসপাতাল স্বাস্থ্য কার্ড পাওয়ার নিয়ম ও ঠিকানা
সংশোধিত বিজ্ঞপ্তি
সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে (পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে) স্বাস্থ্য কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণ কর্তৃক স্ব- স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে সংগৃহীত প্রত্যয়নপত্র জমাদানের পরিপ্রেক্ষিতে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আগ্রহী সরকারি কর্মচারীকে নমুনা ছক অনুযায়ী স্ব-স্ব কর্তৃপক্ষ হতে প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে হাসপাতালের নিবন্ধন শাখা হতে ‘স্বাস্থ্য কার্ড’ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
(ক) প্রথমে সরকারি কর্মচারী চাকরির প্রমাণকস্বরূপ নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র দাখিল করবেন। অতঃপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণকসহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে;
(খ) তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন (বাচ্চাদের ক্ষেত্রে) টিকা সনদের কপি জমা দিতে হবে;
(গ) নির্ধারিত স্থানে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে;
(ঘ) সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করা হবে:
(ঙ) অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও এনআইডি’র কপি জমা দিতে হবে;
(চ) আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতিত কোন সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না;
(ছ) ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখের পর ‘সরকারি’ হিসেবে নিবন্ধিত আইডিসমূহ ‘বেসরকারি’ হিসেবে রূপান্তর করা হবে। স্ব-স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার ‘সরকারি’ হিসেবে নিবন্ধন করে ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান করা হবে।
পিআরএল ভোগরত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পিআরএল আদেশের কপি ও এনআইডি’র কপি জমা দিতে হবে;
অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও এনআইডি’র কপি জমা দিতে হবে; আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতিত কোন সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না; ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখের পর ‘সরকারি’ হিসেবে নিবন্ধিত আইডিসমূহ ‘বেসরকারি’ হিসেবে রূপান্তর করা হবে। স্ব-স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার ‘সরকারি’ হিসেবে নিবন্ধন করে ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান করা হবে।
কুরিয়ার পাঠানোর ঠিকানা

- প্রেরক,
- মোঃ সাইদুর রহমান
- সহকারী শিক্ষক ১৫নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- ডাকঃ খড়িখালী, উপজেলাঃ ঝিনাইদহ সদর,
- জেলাঃ ঝিনাইদহ।
- মোবাইল নং ০১৭১৬৮৭৪৫৮৭
- প্রাপক,
- জনাব,
- মো: আ: রাজ্জাক
- সরকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
- প্রশাসন বিভাগ
- সরকারি কর্মচারী হাসপাতাল
- ফুলবাড়িয়া, ঢাকা-১০০০
- ফোন নং ০২২৩৩৮৬৭০৮
সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের হাসপাতাল পরিচিতি কার্ড (নমুনা ছক) ২০২৪ || Word File