শিক্ষকের কলাম ও শিক্ষক বাতায়নের যৌথ উদ্যোগে Google Meet প্রশিক্ষণ

আগামী ০৬/০৫/২০২১ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার, সকাল ১০:০০মিঃ Google Meet নিয়ে প্রশিক্ষণে বসবো । প্রশিক্ষণে Google Meet ব্যবহার শিখবো । আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ কার্যক্রম সফল ও সার্থক করে তুলবে। অনলাইন প্রশিক্ষণের জন্য যাহারা অংশগ্রহন করতে চান তাহারা নিচের গুগোল ফর্মটি পুরণ করুন। শুধুমাত্র অংশগ্রহনকারীদের ইমেলে জুম আইডি ও পাসোয়ার্ড পাঠানো হবে। https://forms.gle/AaUwhfuCep39Sesg9
আলোচনায় আমাদের সাথে যারা থাকবেন, তারা হলেন–

প্রধান অতিথি: মোঃ আফজাল হোসেন সারওয়ার পলিসি স্পেশালিষ্ট, এটুআই
বিশেষ অতিথি: মোহাম্মদ কবীর হোসেন, সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা এটুআই
জনাব সুমন হাবীব সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ
প্রশিক্ষক হিসেবে যাহারা থাকবেন তিনি হলেন-

জনাব মোঃ শামীম মোল্লা সহকারী অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী
জনাব জয়নব খাতুন সহকারী অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, রাজশাহী
কারিগরি সহযোগীতায়
জনাব সামসুদ্দিন আহমেদ তালুকদার, টিচার্ এডুকেটর, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও এডভাইজার, সামস স্টাডি জোন।
জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, টিচার এডুকেটর, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
ও এডভাইজার, সামস স্টাডি জোন।
শিক্ষক কলাম এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
শিক্ষকের কলাম ও শিক্ষক বাতায়ন
প্রয়োজনে ০১৯১১০৮১৮১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button