অভিনন্দন
শিক্ষক বাতায়নে এবারের সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন রাজবাড়ীর
জনাব মুহাম্মদ শহিদুজ্জামান সহকারী শিক্ষক, বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিয়াকান্দি, রাজবাড়ী।
শিক্ষক বাতায়নে এবারের সেরা অনলাইন পারফর্মার মোছাঃ নুরুন নাহার সহকারী শিক্ষক কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর, মেহেরপুর। এ পাক্ষিকে সেরা কন্টেন্ট নির্মাতা ও সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় শহিদুজ্জামান স্যার ও নুরুন্নাহার ম্যাডাম কে www.bopsedu.com ও Bangladesh Online Primary School এর পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন জানাচ্ছি।
শুভ কামনা স্যারদের জন্য।
অনেক অনেক ধন্যবাদ।
দোয়া করবেন আর এভাবেই সাথে রাখবেন,পাশে থাকবেন।