আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা এওয়ার্ড-২০২০ পেলেন শিক্ষক কামরুজ্জামান
” আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা এওয়ার্ড-২০২০” পেলেন
তিনি, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বানিয়াকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত সহকারী শিক্ষক, এবং কবি, সাহিত্যিক,গীতিকার ও সঙ্গীত শিল্পী।
বাংলা সাহিত্যের কঠিন একটি অংশ কবিতা ও গান লিখে বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত “আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা এওয়ার্ড-২০২০ ইং” সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জনাব এস এম মজিবুর রহমান-এর হাত হতে স্বর্ণ পদক ও একটি সনদ অর্জন করেছে। আমাদের জন্য এটা গৌরবের বিষয়। সবাই এই উদীয়মান কবি ও সাহিত্যিকের জন্য দোয়া করবেন।
আয়োজকঃ অনলাইন লিটারেচার গ্রুপস্ ইউনিটি।