কবিতার নাম ভালোবাসার সংঙ্গা
নাছিমা আক্তার সহকারি শিক্ষক ছাতিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সখিপুর,টাংগাইল।
ভালোবাসি,
ভালোসি,ভালোবাসি!!!!! হ্যা ভালোবাসি এই কথাটি
আমরা অনেকেই
বলে থাকি।
কিন্তু আমরা কি জানি
ভালোবাসার সংঙ্গা বা
ব্যাপ্তি কি?
না,জানিনা,হয়তো
বুঝিওনা।
বা বুঝতে চাইওনা।
ভালোবাসি কথাটি আমরা বলে থাকি হয়তো কারো মন রক্ষার্থে।
হয়তো কারো মন পেতে।
হয়তো কোন স্বার্থ সিদ্ধিলাভে।
হয়তো বা বিপদে পড়ে,
হয়তোবা আমরা সত্যিই ভালোবাসি বলে!!!!!
ভালোবাসার ব্যংখ্যা বিভিন্ন জনের কাছে লাখো বিভিন্ন রকম।
আমরকাছে ভালোবাসার সংঙ্গা শুধু দুটি মনের লেনা দেনা নয়।
শূধু দুজন দুজনকে কাছে পাওয়া নয।
ভালোবাসা মানে হচ্ছে — একে অপরের জন্য মনটা ছটফটকরা।
একজনের মনটা অন্য জনের কাছে সর্বদা পড়ে থাকা।
ভালোবাসার মানুষটির কথা মনে হলেই……
হৃদয়ে দোলা লাগা,..প্রাণে শিহরণ জাগা।
..… আমার কাছে ভালেবাসার মানে হচ্ছে…
ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে তার ভিতরটাকে অনুভব করা।
ভালোবাসার মানুষটির কষ্টে… বুকটা হুহু.… করে কেঁদে ওঠা।
ভালোবাসার মানুষটির অশ্রুজল মুছে দেয়া।
অশ্রুজল মুছতে গিয়ে নিজে অশ্রুসিক্ত হওয়া।
আমার কাছে ভালেবাসার মানে হচ্ছে…
ভালোবাসার মানুষটির হাসি দেখে নিজের শত ক্লান্তিতার অবসান ওহওয়া।.
… হৃদয়টা আনন্দে ভরে যাওয়া। তার হাসিতেই নিজের সকল দুঃখ ভুলে যাওয়া।
আমার কাছে ভালেবাসার মানে হচ্ছে…
নিজের সুখের দামে ভালোবাসার মানুষটির জন্য সুখ কেনা।
ভালোবাসার মানুষটির দুঃখ ঘোচাতে নিজের দুঃখকে জয় করা।
আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে–
ভালোবাসার মানুষটির দুর্দিনে— তার পাশে থাকা,হাতে হাত রেখে ভরসা দেয়া।
তার চাওয়া পাওয়া কে মুল্যায়ন করা।
তার চাওয়াকে পাওয়াতে পরিনত করতে সাত সমুদ্র পাড়ি দেয়া।
আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে–
ভালোবাসার মানুষটির মনের সুখ দুঃখগুলো হৃদয়ানুভবে খুটিয়ে খুটিয়ে জেনে নেয়া।
তাকে সুখী করতে নিজের জীবন উৎসর্গ করে দেয়া।
আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে—
একে অপরকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসে কখনো আঘাত না করা।
কারন জীবনে একবার বিশ্বাস ভেঙ্গে গেলে তা আর বাকী জীবনে কখনো ফিরে আসেনা।
আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে দুজন দজনের মান-
অভিমান গুলোকে সম্মান করা।
এবং জেতার জণ্য কাউন্টারি কথা বলে সঠিক তুলে ধরা।
ভালোবাসার মানুষটির ভুল গুলোকে ক্ষমা করে,
শোধরানোর সুযোগ দেয়া।
এবং সঠিক পথ দেখানো।
আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে —
দোষ গুলোকে গোপন করে
ভালোবাসার মানুষটির সম্মান রক্ষা করা।
তবেই আমি তাকে বলবো প্রকৃত ভালোবাসা।
অন্যথায় সব ভালবাসাই সর্বনাশা।
যাচাই বিহীন ভালোবাসায় হবে মহাভুল,
সারাজীবন দিতে হবে সেই ভুলেরই মাশুল
অথৈ জলে যাবে ডুবে, পাবেনাতো কুল।
You sent Today at 10:52 PM
You sent Today at 10:52 PM
Excellent.