হঠাৎ দেখা
আয়েশা নাহার হোসেন
হঠাৎ দেখা
আয়েশা নাহার হোসেন
চলতি পথে হঠাৎ
কোনোদিন
হয় যদি দেখা তোমার
সাথে
চিনবে কি আমায়?
কিংবা ধরো কোনো এক
রং নম্বরে
যদি শোনো আমার
কন্ঠস্বর
বুঝতে পারবে?
আর সব ছাড়ো
যদি স্বপ্নে এসে কভু দেখা
দেই
চিৎকার করে চেঁচিয়ে
উঠবেনা তো?
এসব কিছুই তুমি
করবেনা
তা আমি জানি।
আমি জানি
তুমি পথে
হঠাৎ দেখলে
চোখ সরিয়ে অপরিচিতের
মত পা বাড়াবে
আমার কন্ঠস্বর শুনে
থমকে যাবে জানি
তবে বুঝতে না দিয়ে
লাইনটা কেটে দেবে।
আর স্বপ্নে!!
যেখানে দেখবেনা,
জানবেনা ,
শুনবেনা কেউ
সেখানে নিশ্চিত তুমি বলবে
ফিরে এসো।
ভাব প্রকাশ চমৎকার 💓💞